ইচ্ছে পুরনে কাজে গিয়ে লাশ হয়ে ফিরলো জয়ন্ত দাস
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নিজের ও বাবা মায়ের ইচ্ছে পুরনে কাজে গিয়ে লাশ হয়ে ফিরলো নীলফামারীর সদর উপজেলা টুপামারী ইউনিয়নের রামগঞ্জ দাস পাড়ার শ্রী জয়ন্ত কুমার দাস ।
গতকাল সকাল ১০ টার দিকে ফেনীর সদর উপজেলা একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
নিহত যুবক জয়ন্ত কুমার দাস (১৭) সদর উপজেলা রামগঞ্জ বাজার সুখধন দাস পাড়ার নিভারন চন্দ্র দাস এবং জয়মালা রানী দাস এর একমাত্র ছেলে এবং তিন সন্তানের মধ্যে সবার ছোট।
এবিষয়ে ঘটনার সময়ে উপস্থিত থাকা জয়ন্ত কুমার দাস এর সহকর্মীরা বলেন সকালে কাজ করে নাস্তা খাওয়ার পর আমার যখন রাস্তা বেয়ে হেটে কাজে যাচ্ছিলাম ঠিক তখন বিপরীত দিক থেকে ৬/৭ জন যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা কে বাঁচাতে গিয়ে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে তার কোমর এর উপর দিয়ে চলে যায় তবে সে (জয়ন্ত) সেসময় তার কানে হেড ফোন লাগিয়ে রাস্তায় হাটছিলো এবং ফোন চালাচ্ছিলো এজন্য ।
তারা আরো বলেন সে তার মা বাবার আশা পুরন এবং তার বড়বোনকে কিছু একটা জিনিস উপহার দেয়ার জন্য অর্থ উপার্জন এর জন্য আমাদের সাথে কাজে গিয়ে ছিলো।
এদিকে নিহত জয়ন্ত কুমার দাস এর পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করে ও কথা বলা সম্ভব হয় নি।
তবে তার প্রতিবেশি কয়েকজন জানান জয়ন্ত কুমার দাস তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে খুব ভালো ছেলে ছিলো সবার সাথে মিশতো কাউকে কিছু বলতো না লেখা পড়ায় ও ছিলো খুব স্মার্ট তবে কি কারনে সে কাজে বাহিরে গেল আমরা বিষয় টি বুঝতে পারাচি না।
এদিকে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির গভীর শোক প্রকাশ করে বলেন এটি একটি আসলে খুব দুংখ জনক ঘটনা এটা মেনে নেয়ার মতো। আর আমি বিষয় টি জানার পর থেকেই পরিবার টির খোঁজ খবর রাখছি।
বিষয় টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন ফেনী থেকে আমাকে বিষয় টি অবগত করলে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং লাশ টি সেখান থেকে আনার আইনী সব পক্রিয়া শেষ করে গতকাল রাতেই একটি এ্যাম্বুলেন্স সেই যুবকের লাশ নিয়ে সেখান থেকে নীলফামারীর উদ্ধেশে রওনা দিলে লাশ বাহী এ্যাম্বুলেন্সটি আজ বিকেল ৩ টার দিকে নীলফামারী আসলে আমরা তার লাশ টি তখনি তার পরিবারের নিকট হস্তান্তর করি।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ