মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ আগামী ২৮ ফেব্রুয়ারী বুধবার

দৈনিক দ্বীনের আলোঃ
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ | 29
দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ আগামী ২৮ ফেব্রুয়ারী বুধবার
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ | 29

তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত ৪টি কমিটির পরিচিতি ও ২০২৪ খ্রীষ্টাব্দের ৬ষ্ঠ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। *সভার শুরুতে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি, মৌলভীবাজার জেলা কমিটি ও হবিগঞ্জ জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়*।
সভায় *চলমান সবধরনের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে সবধরনের পণ্যক্রয় সাধারণ মানুষের ক্ষমতার বাহিরে চলে গেছে। এমনিতেই প্রতিটি পণ্যের মূল্যই বর্তমান সময়ে দ্বিগুণ-তিনগুনের মাত্রা ছাড়িয়েছে। তারপরও বিভিন্ন অযুহাতে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীরা প্রতিদিনই পন্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। এভাবে পন্যের মূল্য বাড়তে থাকলে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তসহ গরীব মানুষরা অসহায় হয়ে পড়বে। বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় মানুষ, না খেয়ে মারা যাবে। দেশে বড় ধরণের সংকট ও বিপর্যয় দেখা দিবে। খাদ্যদ্রব্য, ঔষধ ও শিক্ষা সামগ্রীর মূল্য প্রতিদিনই বেড়ে চলছে। বক্তারা অনতিবিলম্বে জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমনন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সর্ব মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান*।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে *আগামী ২৮ ফেব্রুয়ারী বুধবার সবধরনের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ৩০০ সংসদ সদস্য বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়*।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি ডাঃ মোঃ টুনু মিয়া আনছার, সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুজ্জামান বাবলু, অর্থ সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সহ-প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সদস্য মোঃ ইয়াকুব, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী জুবায়ের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আল গালিব, সিবিযুকস’র মহাগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক পিযোষ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহযোদ্ধা মোঃ আবুল হোসেন ও ওবায়দুল হাসান রনি।
সভা থেকে *আগামী ২৩ ফেব্রুয়ারী শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত ৩০০ সংসদ সদস্য বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচী সফলে প্রস্ততি সভা ও ৭ম সাপ্তাহিক সভায় সংগঠন গুলোর সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
বার্তাপ্রেরক
হুমায়ুন রশিদ চৌধুরী
সহ-সাধারণ সম্পাদক
কার্যকরী কমিটি, সিলেট কল্যাণ সংস্থা।
সভাপতি, মহানগর কমিটি
সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা।
মোবাইলঃ ০১৭২৩-৬৮৩৪৯৮
প্রেস বিজ্ঞপ্তি সিকস ১২/২০২৪

error: Content is protected !!