শ্রমিকজনতার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে আ ন ম শামসুল ইসলাম
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের শ্রমিক-মেহনতি মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত ও অধিকারহারা। তাই এদেশে যারাই একটি সুন্দর সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করবে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের কথা ভাবতে হবে। একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রমিকজনতার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার তিন ওয়ার্ডের তিনটি পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ উত্তর ও দক্ষিণ ও আন্দরকিল্লা ওয়ার্ডের পৃথক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনত্রয়ে যথাক্রমে সভাপতিত্ব করেন সেলিম রেজা, রহমত আলী ও জাহিদুল ইসলাম তুহিন। সঞ্চালনা করেন যথাক্রমে আবদুল হামিদ, মোস্তাক আহমেদ, আবদুল মান্নান কুতুবী, রফিকুল ইসলাম মাসুদ, মাহমুদুল হক, কামরুল ইসলাম, আবদুল করিম ।
সম্মেলনসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগরীর অন্যতম উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, সাধারন সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, মহানগরীর সাংগঠনিক এম আসাদ,কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, থানা উপদেষ্টা মোস্তকা আহমেদ, মাও: মুহাম্মদ মাঈন উদ্দিন।
বিশেষ অতিথি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, যেকোনো ইতিবাচক ও কল্যাণমূলক কাজের জন্য প্রয়োজন মজবুত সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যেহেতু শ্রমিকদের অধিকার আদায়ের মতো মহান ও বিশাল কাজ আনজাম দিতে চায়, সেহেতু তৃণমূল পর্যন্ত ফেডারেশনের মজবুত সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। সর্বপর্যায়ে সুন্দর শৃঙ্খলা রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমার দেশের অধিকাংশ মানুষ খেটে খাওয়া। তারা গায়ের ঘাম ফেলে উপার্জন করে এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। কিন্তু এই শ্রমিকজনতা বহু দিক থেকেই অধিকারবঞ্চিত। আমরা একটি শ্রমিকবান্ধব, নাগরিকবান্ধব বাংলাদেশ গড়তে নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা দেশের আপামর জনতার প্রতি আহ্বান জানাই, আসুন, একটি সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক শহিদুল হাসান, শ্রমিক নেতা রেজাউল করিম মুরাদ, মুহাম্মদ বেলাল, রহমত উল্লাহ , মাঈন উদ্দিন সোহেল প্রমুখ।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন মিথ্যা তথ্যে সংবাদ প্রচার বিল্লাল বেপারী
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ