শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

তুহিন চৌধুরী

মা

মিসেস তুহিন চৌধুরীঃ
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০১ অপরাহ্ণ | 39
মা
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০১ অপরাহ্ণ | 39

মা,শব্দটা হল পৃথিবীর আলো,

মা, শব্দটা হয়েছে শান্তি ,

মা, যার আছে তার পৃথিবী আলো আছে ।

যার মা, পৃথিবীতে নেই তার কিছুই নেই ।

মা, যার নাই সে বুঝবে মা, হারানো কি যে যন্ত্রণা ।

মা, ছাড়া বাবা কখনো একটি সন্তানকে মানুষ করতে পারে না ।

বাবা কে ছাড়া মা, চারটি সন্তানকে মানুষ করতে পারে

মা, ভিক্ষা করে হলোও সন্তানকে বুকে ধরে রাখে ।

মা, হলো অমূল্য , যা টাকা দিয়ে কখনো মায়ের ওজন মাপা যায় না ।

error: Content is protected !!