শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি

কারাবন্দী আবু সাঈদ চাঁদের পরিবারের সাথে দেখা করলেন রুহুল কবির রিজভী

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ | 66
কারাবন্দী আবু সাঈদ চাঁদের পরিবারের সাথে দেখা করলেন রুহুল কবির রিজভী
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ | 66

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দী আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আজ সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাাঁদের বাড়িতে যান। এ সময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভ এর সাথে দেখা করেন এবং কারাবন্দী আবু সাঈদ চাঁদের খোাঁজখবর নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার তাঁর সঙ্গে ছিলেন। পরিবারের সদস্যরা জানান আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।
এ সময় রুহুল কবির রিজভী পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। তিনি অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

error: Content is protected !!