শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

নিজস্ব প্রতিবেদক

মির্জাপুরের এম পি শুভকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নিল মসদই গ্রামবাসী

দৈনিক দ্বীনের আলোঃ নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ | 48
মির্জাপুরের এম পি শুভকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নিল মসদই গ্রামবাসী
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ | 48

আজ টাংগাইল জেলা মির্জাপুর উপজেলা উয়াশী ইউনিয়নে মসদই গ্রামবাসী ফুলের নৌকা দিয়ে বরণ দিয়ে বরণ করে নিল বিপুল ভোটে নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টাংগাইল ৭ মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভকে।
সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রথম দুপুরে মসদই জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করে । মসদই গ্রামবাসী এম পি মহোদয় নিকট ও তিনটি রাস্তার প্রস্তাব করে। খান আহমেদ শুভ এম পি মসদইবাসীকে আশ্বাস দিয়ে বলেন আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন আমি আপনাদের কাছে ঋণী তবে আপনারা যে দাবি করেছেন তা আমি অবশ্যই দিব। উক্ত মসদইর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম কবির আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। খান আহমেদ শুভ এম পিকে বরণ করে নেয় উয়াশী ইউনিয়ন ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোঃ সোহেল খান, উ পি সদস্য সুলতান আহমদ টিপু, আমিনুর রহমান লস্কর সাবেক প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ,মিজানুর রহমান খান সাবেক বিদ্যুৎ বিভাগ নির্বাহী প্রকৌশলী। মজিবুর খান, ইমাম খান ।মোবারক উল্লা খান টয় সভাপতি মসদই জনকল্যাণ সংঘ। সপু মাষ্টার, ফজল হক,জাহিদ, শাহাবুদ্দিন, বিটুল, রিয়াদ লস্কর, বাবলা, সাদ,নাঈম, মসদই যুবসমাজের সকল সদস্যবৃন্দ ও মসদই গ্রামবাসীর মুরুব্বিগণ ।

error: Content is protected !!