✒লেখক:মুহাম্মদ বাহাউদ্দিন,খলিফা:আল্লামা আয়াজ আহম্মেদ যোবায়েরী
ইসলামীক আধুনিক প্রশ্ন /উত্তর
প্রশ্ন:সাইফুল
শরীর থেকে নাপাকি বের হয়েছে এটা নিশ্চিত কিন্তু কাপড়ে যদি নাপাকির চিহ্ন খুঁজে পাওয়া না যায় সে ক্ষেত্রে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে?
উত্তর ঃযদি আপনার ধারণা এমন হয় যে নাপাকি কাপড়ে লেগেছে তাহলে সেটা পরিবর্তন করে নামাজ পড়বেন। আর যদি ধারণা এমন হয় যে নাপাকি লাগে নাই তাহলে উত্তম হলো পোশাক পরিবর্তন করা। নাপাকের পরিমাণ যদি সামান্য হয় যেটা পোশাকে লাগলে একটি কয়েনের আয়তনের পরিমাণের বেশি হবে না তাহলে সেই কাপড়ে নামাজ পড়লে নামাজ মাকরূহ হবে। এর থেকে বেশী লাগলে নামাজ হবে না নাপাকে দূর করে নামাজ পড়তে হবে।
প্রশ্ন ঃরফিক
ফেসবুকে পোস্ট করে সালামের জবাব দেওয়া ওয়াজিব ফেসবুকের পোস্টের সালামের জবাব দেওয়া কি আসলেই ওয়াজিব হবে?
উত্তর :কাউকে সম্বোধন করে সালাম দিলে সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব। মৌখিক সালামের উত্তর মৌখিক দিবে লিখিত সালামের উত্তর লিখিত কিংবা মুখে দিতে পারে। কিন্তু কাউকে সম্বোধন না করে উন্মুক্তভাবে কেউ যদি সালাম কোথাও লিখে রাখে যেমন ফেসবুকের পোস্টে কিংবা কোন দেয়ালে কিংবা কোন প্লেকার্ডে তাহলে সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়।
কিন্তু সম্বোধন করে সালাম দিলে তার উত্তর দেয়া ওয়াজিব যেমন মেসেঞ্জার whatsapp টেলিগ্রাম, সিমে এসএমএস ইত্যাদি। এগুলোতে যেহেতু নির্দিষ্ট ব্যক্তিকে সম্বোধন করে দেয়া হয় তাই এগুলোর উত্তর দেওয়া ওয়াজিব। ফেসবুকের পোস্ট যেহেতু নির্দিষ্ট কাউকে সম্বোধন করে দেওয়া হয় না তাই সে ব্যাপারটা ভিন্ন।
প্রশ্ন :জামাল
টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে।
সেখান থেকে যা আয় হয় তার উপর যাকাত দিতে হবে?
নাকি যেটা ইনভেস্ট করা আছে সেটার উপর যাকাত দিতে হয়?
অনেকে বলে সঞ্চিত টাকার উপর যাকাত দেয়া লাগে
উত্তর ঃআপনি শেয়ার যদি বিক্রি করে মুনাফা অর্জনের জন্য কিনে থাকেন তাহলে শেয়ারের মার্কেট ভ্যালুর উপর যাকাত আসবে। আর যদি শেয়ার কিনে থাকেন কোম্পানির মুনাফায় অংশগ্রহণের জন্য, তাহলে কোম্পানির ব্যালেন্স শিট দেখে শেয়ার প্রতি যত টাকা থাকে তত টাকার যাকাত দিতে হবে।
প্রশ্ন :কানন
আমি আমার পিতা মাতার একমাত্র মেয়ে থাকা সত্ত্বেও ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকায় তারা আমার আকিকা করার প্রয়োজন মনে করেন নি। আমি কি চাইলে এখন আমার আকিকা করতে পারবো?
উত্তর :জী। পারবেন।
প্রশ্ন :তানহা আক্তার
আমরা পিতা মাতার উত্তরসূরী। তাদের সম্পদ তো আমাদের ই সম্পদ। এক্ষেত্রে,, পিতার থেকে কি টাকা পয়সা বাড়িয়ে নেওয়া কি বৈধ??
যেমন: একটা পন্যের দাম এক দোকানে ৪০০০ টাকা অন্য দোকানে ৩৫০০ টাকা। এক্ষেত্রে বাবাকে ৪০০০ টাকার কথা বলে টাকা এনে ৩৫০০ টাকা দিয়ে পন্য কিনে বাকি ৫০০ টাকা ইনকাম করা কি হালাল বা বৈধ হবে?
জানতে খুব আগ্রহী।।
উত্তর :জায়েজ নেই। বাবার অনুমতি ছাড়া তার অর্থ-সম্পদ নিয়ে নেয়া বা চুরি করা সাধারণ চুরির মতোই গোনাহের কাজ। তা ছাড়া এ ধরনের চুরিতে ‘বাবার আবাধ্যতা’ পাওয়া যায় বলে এর পাপ আরো গুরুতর হয়ে থাকে। মা-বাবার অবাধ্যাচারণ শরিয়তের দৃষ্টিতে মারাত্মক কবিরা গোনাহ। আল্লাহর সাথে কাউকে শরিক করার পর দ্বিতীয় মারাত্মক গোনাহ হচ্ছে ‘মা-বাবার অবাধ্যতা’। তবে সন্তানের যেসব আর্থিক তসরুফকে মা-বাবা চুরি বলে গণ্য করেন না এবং এতে কোনোরূপ বিরক্তিবোধ করেন না, সেসব শরিয়তে শাস্তিযোগ্য অপরাধ নয়। মা-বাবার প্রচ্ছন্ন অনুমতি বা স্নেহপূর্ণ প্রশ্রয় রয়েছে বলে এর বৈধতা খুঁজে পাওয়াও দুষ্কর হবে না।
সূত্র : জামেউল ফাতাওয়া,
ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
প্রশ্ন :কারিমা আক্তার।
সর্বশেষ
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ