শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

✍ আল ফারুল ইসলাম (দুখু মিয়া)

ভুলের মাশুল

✍ আল ফারুল ইসলাম (দুখু মিয়া)
১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৫ পূর্বাহ্ণ | 144
ভুলের মাশুল
১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৫ পূর্বাহ্ণ | 144

আহা আবেগে আর ভুলে
তখন সময় করেছ হেলা,
এখন বাস্তবতায় ফিরে দেখো
মেঘে মেঘে বেড়েছে বেলা।

সময়ের কাজ সময়ে করনি
যাহা তখন ছিল অনেক সোজা,
জমতে জমতে সেগুলো কাজ
হয়েছে পাহাড় পরিমাণ বোঝা।

পেট ব্যথার অজুহাতে তুমি
অলসতায় স্কুল দিয়েছো ফাঁকি,
এখন বন্ধুর চাকরি পাওয়া দেখে
কেন তোমার জলে ভাসে আঁখি?

অধ্যবসায় আর ঘাম
ঝরানোর ইচ্ছে নেই যার,
বড় বড় স্বপ্ন দেখার
অধিকারও নেই তার।

শুরুতে যারা জীবনকে আঘাত করে
শেষে তারাই সফলতা বয়ে আনে,
শুরুতে যারা জীবনকে আরাম দেয়
শেষে তারাই জীবন বোঝার ঘানি টানে।

error: Content is protected !!