মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার

বনানীতে কাইল্লা জামাল বাহিনীর তান্ডবে অতিষ্ঠ জনমানব

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ | 52
বনানীতে কাইল্লা জামাল বাহিনীর তান্ডবে অতিষ্ঠ জনমানব
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ | 52

রাজধানী গুলশান বনানী ১৯ নং ওয়ার্ড এর স্যাটেলাইট এলাকায়,আওয়ামী নামধারী আলোচিত পাতি নেতা ধর্ষন মামলার আসামী কাইল্লা জামাল এর তান্ডবে অতিষ্ঠ জনমানব।কাইল্লা জামাল গংদের বিরুদ্ধে রয়েছেন মাদক,ধর্ষণ চাঁদাবাজী ভূমিদস্যুতার একাধিক মামলা।দীর্ঘ ৬ মাস জেল খেটে বের হয়ে পূর্বের ন্যায় অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়াতে।কাইল্লা জামাল গংদের বিরুদ্ধে গত ০/৬/০২/২০২৪ বনানী থানায় একটি এজহার দায়ের করেন নাসিমা নামক এক নারী যাহার মামলা নং (০৫) ধারা সমূহ (১৪৫)(৪৪৮)(৩২৩)(৩২৫)(৩২৬)(৩০৭)(৩৭৯)(৪২৭)(৫০৬)(৩৪) পেনালকোড।মামলার এজাহারে লিখেছেন হত্তার উদ্দেশ্য আসামীগন লোহার রড দাঁ চাপাতি চাইনিজ কুড়াল সহ একাধিক দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী নাসিমার বড় বোন তাছলিমা সহ একাধিক ব্যাক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।এবং স্বর্ণালংকার সহ দোকানের মালামাল আনার জন্য গস্থিত ৩ লক্ষ পাঁচ হাজার টাকা লুট সহ সর্বমোট প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।তার সাথে সংযুক্ত ডাঃ কামাল তিনি ডাঃ এর আড়ালে মাদক ব্যবসায় জড়িত।অপর জন লন্ড্রি বাবু তার নেতৃত্বে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজি ও সরকার পতনের চেষ্টারত একাধিক অভিযোগ।তারই পুত্র নাশকতার মামলায় বর্তমানে জেলে তবুও অবৈধ কার্যক্রম চলমান।সরজমিনে দেখা যায় প্রস্তাবিত সভাপতি ক্যান্ডিডেট ব্যানার লাগিয়ে নিজেকে ৩নং ইউনিটের সভাপতি দাবি করেন কাইল্লা জামাল।বিগতদিনে কাইল্লা জামাল গং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন।তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি,মাদক,দখল বাণিজ্য সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।বাবা আওয়ামীলীগ ছেলে বি এনপির চ্যাম্পিয়ন নেতা।এই সন্ত্রাস বাহিনী যুবলীগের সক্রিয় সচ্ছ রাজনৈতিক নেত্রী তাসলিমা র বিরুদ্ধে গোপনে প্রোপাগান্ডা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।কাইল্লা জামাল এর সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।

error: Content is protected !!