শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতেঃ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

দৈনিক দ্বীনের আলোঃ
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ | 387
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতেঃ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ | 387

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী দেশের শিক্ষানগরী হিসেবে সুপরিচিত রাজশাহী শিক্ষানগরীকে আধুনিক, স্মার্ট ও কর্মবান্ধব মহানগরী হিসেবে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষাখাত অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে নতুন কারিকুলাম প্রণয়নের মাধ্যমে নতুন শিক্ষাক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজকে শিক্ষাখাত উন্নতির চরম শিখরে পৌঁছতে পেরেছে।

error: Content is protected !!