শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মাসুম বিল্লাহ

আমারি চেতনা

লেখনীঃ মাসুম বিল্লাহ
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ | 71
আমারি চেতনা
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ | 71

আমারি চেতনা যেন সবুজ পাতার মত,
ভোরের শিশির বিন্দু জলে।
চোঁখ ছলছল করে,
উদাসীন হে অগ্নিশিখা মন হেনু।
তবে সেথায় কলহল পড়েছে কেনো,

ভোর সকালে উঠে দেখি আঁকা বাঁকা পথ,
দূর সীমানায় চোঁখ রেখেছি।
কি সুন্দর প্রভাত,
আজোও প্রভাতে রবির বেলা,
ভূবনে হেঁটেছি কাজে সময় হেলা,
এমন ভাবে কেটে গেল, সকাল সন্ধ্যা বেলা।

রাতের আঁকাশে যেনো, চাঁদের আলো,
সততা মনে সেথায়, আদর্শ ভালো।
দুশমন সেথায় মন করিলো কালো,
সবুজ ঘাসের মাঝে, শিশির ভেজা জল,
ছোট্ট ছোট্ট গাঁয়ে দেখি, নদী ঝলমল।

error: Content is protected !!