শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল

প্রয়াত শক্তিমান টিভি অভিনেতা বাংলা নাটকের যুবরাজ খালেদ খানের ৬৭তম জন্মদিন আজ

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ | 73
প্রয়াত শক্তিমান টিভি অভিনেতা বাংলা নাটকের যুবরাজ খালেদ খানের ৬৭তম জন্মদিন আজ
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ | 73

খালেদ খান ছিলেন একজন শক্তিমান অভিনেতা, সব ধরনের চরিত্রেই মানিয়ে নেয়ার প্রতিভা ছিল, কন্ঠস্বর ছিল অন্যদের চেয়ে আলাদা, দারুণ আবৃত্তি করতেন। তবে দুঃখের বিষয়, নতুন প্রজন্মের কাছে তিনি বেশ অচেনা…

খালেদ খানের ডাকনাম ছিল যুবরাজ, তিনি ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে মসদই গ্রামে তাঁর জন্ম গ্রহণ করে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। ১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চনাটকে তাঁর যাত্রা শুরু। আকর্ষণীয় বাচনভঙ্গি নিয়ে খালেদ খান যুবরাজ ছিলেন বিরল অভিনেতা। তিনি ছিলেন অভিনয়শিল্পেরও যুবরাজ। দীর্ঘদিন ধরে মোটর নিউরন সমস্যায় ভুগে মাত্র ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন খালেদ খান। খালেদ খান যুবরাজের জন্মদিন উপলক্ষে মসদইবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

error: Content is protected !!