বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতার অবদান ভুলে যেতে বসেছে গংগাচড়া থানা পুলিশ

স্নিগ্ধা আক্তারঃ
১ অক্টোবর, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ | 3
ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতার অবদান ভুলে যেতে বসেছে গংগাচড়া থানা পুলিশ
১ অক্টোবর, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ | 3

স্নিগ্ধা আক্তারঃ গংগাচড়া উপজেলায় ছাত্র জনতার রক্তের দাগ মুছে না যেতেই তাদের অবদান ভুলে যেতে বসেছে গংগাচড়া থানা পুলিশ। অভিযোগ উপস্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গংগাচড়া উপজেলার সমন্বয়ক আলী আল রাদিত রেশান। মঙ্গলবার গংগাচড়া মডেল থানা পুলিশ গংগাচড়া উপজেলার সকল পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনে পূজা উদযাপন কমিটি ছাড়াও বি,এন,পি, জামায়েত ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীকে আহবান করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে আহবান করা হয়নি। সমন্বয়ক রাদিত বলেন, গংগাচড়ায় আন্দোলনরত ছাত্র-জনতা নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার পর যে থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করেছে সেই থানা পুলিশ আজ আমাদের এত কম সময়ে ভুলে যাবে আমরা বিশ্বাস করতে পারছি না। একই ধরনের অভিযোগ উপস্থাপন করেছেন গংগাচড়া সাংবাদিক সমাজ। কোন সাংবাদিককে দাওয়াত দেয়া হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেন গংগাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও উপজেলা সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রামানিক, গংগাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন,বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর এর সভাপতি সুজন আহমেদ সহঅন্যান্য সাংবাদিকবৃন্দ। বৈষম্য বিরোধী আন্দোলনে গংগাচড়া থানা পুলিশের চিন্তা চেতনায় এত বড় ধরনের ঘাটতি সময়ের দাবি পূরণে ব্যার্থতার বহিঃপ্রকাশ।