বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ভূঞাপুরে শিক্ষকদের মানববন্ধন 

তারিকুল ইসলাম শিপন ভুঞাপুর উপজেলা প্রতিনিধি টাংগাইল 
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ | 44
বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ভূঞাপুরে শিক্ষকদের মানববন্ধন 
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ | 44

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা ওই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ভারই দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ আরো অনেকে।