বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগদান

দৈনিক দ্বীনের আলোঃ
২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ | 15
ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগদান
২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ | 15

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গোলাম কিব‌রিয়া হাসান। শুত্রুবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর সার্কেল অফিস থেকে তিনি ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাহিরপুর সার্কেল অফিসের তিনি ছিলেন পুলিশ পরিদর্শক।

এদিকে ২০২৩ সালের ৭ আগষ্ট ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ শাহ আলম। প্রায় চৌদ্দ মাস তিনি এখানে দায়িত্বপালন করেন। অবশেষে সুনামগঞ্জ জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলীতে তাকেও এখান থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলী করা হয়েছে।

প্রায় ১৪ মাস ছাতক থানায় কর্মরত থাকা অবস্থায় তার অনিচ্ছাকৃত কোনো ভূলের জন্য কষ্ট পেয়ে থাকলে ছাতকবাসী থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন বদলীকৃত ওসি শাহ আলম। বিশাল জনবহুল এ ছাতক থানায় আইনশৃঙ্খলা রক্ষায় নতূন ওসিকে সহযোগিতা করার জন্য সকল নাগরিকের প্রতি তিনি আহবান জানিয়েছেন। অন্যদিকে নবনিযুক্ত ওসি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।