বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ | 69
ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ | 69

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে ময়মনসিংহে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

আজ ৯ সেপ্টেম্বর সোমবার দুপুর১২.০০ ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ভারপ্রপ্ত) মাহ্‌ফুজুল আলম মাসুম।

 

এ প্রস্তুতির সভা সভাপতি তার বক্তৃতায় বলেন , ময়মনসিংহ একটি অসাম্প্রদায়িক জেলা। যেখানে বছরের পর বছর বিভিন্ন ধর্মের ও শ্রেণীর মানুষ একই সাথে বসবাস করে আসছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজায় এই জেলার অসাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকবে বলে বিশ্বাস করি।

 

, প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ প্রদান করেন। নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য সকল ধর্মের আচরণ ব্যাহত না হয় সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

 

মণ্ডপগুলোর নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে আনসার সদস্যের মোতায়ন নিশ্চিত করা হবে। একই সাথে সেনাবাহিনীর টহল টিম পূজা মণ্ডপগুলো নিরাপত্তায় থাকবে।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নিরাপত্তায় জেলা পুলিশ প্রশাসন প্রতি বছরের মত এবারও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। তবে গত বছরের থেকে এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, যার জন্য প্রশাসনের সাথে সাথে নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। যাতে করে পূজা মন্ডপ গুলোতে কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়।অতিরক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী উক্ত প্রস্তুতিমূলক সভা বক্তব্য এসব জানান।

 

সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।