মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস-২০২৪ উদযাপন ও শীর্ষক সেমিনার

দৈনিক দ্বীনের আলোঃ
২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ | 100
রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস-২০২৪ উদযাপন ও শীর্ষক সেমিনার
২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ | 100

রাহাদুজ্জামান (রাফি), প্রতিনিধি,রাজশাহী

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস-২০২৪ ও জাতীয় পর্যায়ে সংগঠন তৈরির কৌশলগত পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজ কমিউনিটি সেন্টারে গ্লোবাল কমিউনিটি

অরগানাইজেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন, পুঠিয়া মিড-লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক, এস. এম মেহেদী হাসান। প্রোগ্রমের শুরুতে অতিথিদের সাথে বিভিন্ন উপজেলার ত্যাগী ভলান্টিয়ার ইউনিট র‍্যালি বের করে।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিগণ। তারা বলেন, শিশুর জন্য বাসযোগ্য, নির সুরক্ষিত সমাজ গঠনের মধ্য দিয়ে সবুজ পৃথিবী এবং আর্থ-সামাজিক উন্নয়ন করা, প্রতিটি ভূমিষ্ঠ শিশুকে একটি করে গাছ উপহার নিশ্চিত করা,প্রতিটি নবজাতক শিশুর তথ্য সংগ্রহ করা, উপকারভোগী শিশুদের মধ্যে বাছাইকৃত সুবিধাবঞ্চিত শিশুদের প্রয়োজন এবং চাহিদার ভিত্তিতে সেবা প্রদান করা, গাছ রোপণে উদ্বুদ্ধ ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে সামাজিক বনায়নে সম্পৃক্ত করে কার্যক্রমটি সম্প্রসারণ করা
এবং আর্থ-সামাজিক উন্নয়ন করা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখার মধ্য দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষেও কাজ করছি আমরা। বক্তব্য শেষে ভলেন্টিয়ারদের শ্রেষ্ঠ ইউনিট পুরষ্কার প্রদান করা হয় এবং ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন করানো হয়।প্রতিষ্ঠানটি শিশুর জন্য সবুজ পৃথিবী সুস্থ, মান সম্মত, উন্নত জীবন ব্যবস্থা ও টেকসই পরিবশে বিনির্মাণই আমাদের একান্ত কাম্য। অসামান্য লক্ষ্য ও উদ্দেশ্যকে ঘিরে এই মহাপরিকল্পনার কথা জানান অনুষ্ঠানটির আয়োজকরা।

error: Content is protected !!