মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

আশুলিয়ায় বিক্ষোভ – গাড়ি ভাংচুর, অধিকাংশ কারখানা সাময়িকভাবে বন্ধ

দৈনিক দ্বীনের আলোঃ
২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ | 13
আশুলিয়ায় বিক্ষোভ – গাড়ি ভাংচুর, অধিকাংশ কারখানা সাময়িকভাবে বন্ধ
২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ | 13

মোঃ পলাশ শেখ

আশুলিয়ায় গার্মেন্টসের চাকরিতে নারী-পুরুষ বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকুরিপ্রত্যাশীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রবিবার ১ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আশুলিয়ায় পুরাতন ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে পুরুষ চাকরিপ্রত্যাশীরা। একই দাবিতে গতকালও বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারী জানায়, গার্মেন্টস গুলোতে বরাবরই নিয়োগের ক্ষেত্রে নারীদের সুযোগ দেয়া হলেও পুরুষদের বৈষম্যের শিকার হতে হয়। তাই এমন বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে ইপিজেডসহ সকল গার্মেন্টস গুলোতে নারীদের পাশাপাশি পুরুষ শ্রমিকদেরও নিয়োগের দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আজও একই দাবিতে কয়েক শতাধিক পুরুষ চাকরি প্রত্যাশী ইপিজেডের সামনে মহাসড়কে এসে বিক্ষোভ শুরু করেন। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত তীব্র যানজট লক্ষ করা গেছে।

অপরদিকে গতকাল আশুলিয়া শিল্পাঞ্চলের বাড়ইপাড়া তানজিলা অ্যাপারেলসের এক নারী শ্রমিককে শ্রীলতাহানির অভিযোগ উঠে এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই শ্রীলতাহানির বিচারের দাবিতে সকাল থেকেই ওই গার্মেন্টস এর সকল সুমিত্রা বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত কর্মকর্তাকে না পেয়ে তারা ফ্যাক্টরি গেট, জানালার কাচ ও আশপাশের ফ্যাক্টরির গেটসহ জানালার কাচ ভাঙচুর করে।

আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক পোশাক শিল্প কারখানাই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

error: Content is protected !!