মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

আশুলিয়ার ২০ কারখানায় শ্রমিক অসন্তোষ

দৈনিক দ্বীনের আলোঃ
২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ | 9
আশুলিয়ার ২০ কারখানায় শ্রমিক অসন্তোষ
২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ | 9

মোঃ পলাশ শেখ

শ্রমিক বিক্ষোভের মুখে ক্রমেই অস্থির হয়ে উঠছে শিল্পাঞ্চল আশুলিয়া। দশটির মতো বড় শিল্পকারখানার শ্রমিক বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন। এরইমধ্যে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে শিল্পপুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পপুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকেই বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকাধীন নাসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তিনটি কারখানার শ্রমিকরা একযোগে আন্দোলনে নামেন। কাজ বন্ধ রেখে নাসা সুপার, নাসা বেসিক ও নাসা এজেআই সুপার নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় আশপাশের কারখানায় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে সেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। দীর্ঘ ১৭ বছর পর শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এমন পরিস্থিতির মধ্যে অসন্তোষ দেখা দেয় নাসা গ্রুপের তিনটি কারখানায়।

এ ছাড়াও আশুলিয়ায় হান্ডা, শাহরিয়ার গ্রুপের গাব, গিলডেন ও কোহিনুর নামের তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে; বন্ধ রয়েছে স্কাই লাইন, নাবা ও পার্ল নামের তৈরি পোশাক কারখানা।

আশুলিয়া শিল্পপুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, এসব কারখানার বেশিরভাগ শ্রমিকের অভিযোগÑ বেতন-ভাতা কম দেওয়া হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তাষ রয়েছে। আমি দৌড়ের ওপর আছি। কোনটা রেখে কোনটা সামাল দেব, হিমশিম খাচ্ছি।

error: Content is protected !!