মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা

দৈনিক দ্বীনের আলোঃ
২১ আগস্ট, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ | 49
রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা
২১ আগস্ট, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ | 49

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষর্থীরা হাতেম আলীর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে বাধা দেওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন।

বুধবার(২১আগস্ট) ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুর পর্যন্ত অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে অংশ নেয় ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

অধ্যক্ষ হাতেম আলী ভবানীগঞ্জ কলেজের রাজনৈতিক স্বার্থন্বেষী, গণহত্যার দোসর, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারী ও স্বৈরাচারী’ বলে আখ্যায়িত করেন। দাবি আদায় না হলে ক্লাসবর্জনসহ নানা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর পদত্যাগ পত্রটি আমার নিকট জমা দিয়েছেন। পদত্যাগ পত্রটি পেয়েছি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

error: Content is protected !!