মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

,মে,ক হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু

দৈনিক দ্বীনের আলোঃ
২১ আগস্ট, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ | 11
,মে,ক হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু
২১ আগস্ট, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ | 11

মাটি মামুন রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের দায়িত্বে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত-রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মনির -পঞ্চগড় সদর উপজেলার ময়দান দিঘি গ্রামের বাসিন্দা।

তিনি অভিযোগ করে বলেন গতকাল ভোর ৪ টার দিকে আমার সদ্য জন্ম নেয়া শিশু হঠাৎ অসুস্থ হয়। তার উন্নত চিকিসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি আসার পর থেকেই বিভিন্ন হয়রানির শিকার ও প্রতিটি মুহূর্তে আয়য়া থেকে শুরু করে সুইপার কেও টাকা দিতে হয়েছে,

তার পরেও যেনো আমার বাচ্চার চিকিৎসা ভালো হয় সেই আশায় আছি কিন্তু অত্র ওয়ার্ডের নার্সের ব্যবহার এতো খারাপ যে তা বলে শেষ করা যায় না।

ঘটনার দিন রাত ১০ টার দিকে শ্যামলী বেগম নামে কর্মরত এক নার্সকে আমার শিশুর অবস্থা খুবেই খারাপ বলতে গিয়েছিলাম তিনি আমাকে রাগান্বিত হয়ে বলেন আপনার বাচ্চার বিছানায়  যান,অনেকক্ষণ পর এসে আমার থেকে ঔষধ নিয়ে তা বিছানায় ছুরে ফেলে দেন এমনকি তিনি বলতে থাকেন আপনার বাচ্চার চিকিৎসা এখানে হবেনা।

তার এমন ব্যবহার ও অবহেলায় আমার নবজাতক

শিশুর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার তথ্যের জন্য সাংবাদিকরা অত্র হাসপাতালের অভিযুক্ত নার্স শ্যামলী আক্তার এর সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিক দের সাথে ও দুর ব্যবহার করেন।

error: Content is protected !!