মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক দ্বীনের আলোঃ
২১ আগস্ট, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ | 9
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
২১ আগস্ট, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ | 9

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুর সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে ২১ আগষ্ট বুধবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়নের জেলা সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইকবাল কবির তুহিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, এখন টিভির বগুড়া ব্যুরোর সিনিয়র রিপোটার হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, জাভেদ হোসেন, মিলন খন্দকার, নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, বাংলানিউজ টুয়েন্টিফোরের মোমেনুর রশিদ সাগর, বার্তাবাজার নিউজ পোর্টালের সাংবাদিক সুমন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার শাহাদাত বরণের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। পরাজিত শক্তি বিপ্লবের সুফলকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গণমাধ্যমকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষার্থীরাসহ এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বক্তারা ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

error: Content is protected !!