ধামইরহাটে পশুর হাটে সরকারি নিয়মে খাজনা আদায়, খুশি ব্যবসায়ী ও ক্রেতারা
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সাপ্তাহিক হাটবাজারে সরকারের বেঁধে দেওয়া মূল্যে গৃহপালিত পশু গরু ও ছাগল ক্রয় বিক্রয় শুরু করেছেন হাট মালিকেরা। এতে করে পশু ব্যবসায়ী ও ক্রেতাদের বহুদিনের দাবি পূরণ হলো।
রোববার (১৮ আগষ্ট) বেলা তিনটার সময় উপজেলার সাপ্তাহিক হাটবাজারে দেখা গেছে এমন চিত্র। ছাপা লেখক (মৌরিরা) খাজনা আদায়ের রশিদে গরু ৬০০ টাকা থেকে ১০০ টাকা কমিয়ে ৫০০ টাকা ও ছাগল ৩০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকাসহ গ্রাহকের পুরো নাম ও ঠিকানা লিখে বিক্রয় করছেন গবাদি পশু গরু ও ছাগল। এতে করে খুশি হয়েছেন ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা।
হাটে পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হট মালিকেরা এর আগের (ঈদ বা বিশেষ দিনে) মাথাপিছু প্রতি গরু ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির ক্ষেত্রে ৩০০ থেকে ৩৫০ টাকা আদায় করতো। এছাড়াও বিক্রেতাদের কাছ থেকে আরও অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হতো।
উপজেলার দাদনপুর এলাকার পশু বিক্রেতা মোফাজ্জল হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রোববার হাটে খাজনা আদায়ের রশিদের মধ্য দিয়ে সরকারের বেঁধে দেওয়া মূল্যে গরু ও ছাগল বিক্রি করছেন ইজারাদারেরা।’ এতে করে পশু ক্রয় করতে (ছাফা লিখতে) আগের মত আর অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে না তাদের।
রঘুনাথপুর এলাকার মুহুরী (রশিদ লেখক) আনিছুর রহমান বলেন, ‘হাট ইজারাদারদের নির্দেশে গরু ৫০০ টাকা আর ছাগল ২০০ টাকা নেওয়া হচ্ছে। এর আগেও তাই নেওয়া হত।’
অমরপুর এলাকার কাদের বলেন, ‘নাতির জন্য ৯০০০ টাকা দিয়ে দুইটি ছাগল কিনলাম। এ কারণে খাজনা রশিদ বাবদ ৪০০ টাকা দিতে হয়েছে হাট মালিককে। এর আগে মাথাপিছু একটি ছাগল কিনতে হাট মালিককে দিতে হয়েছিল ৩৫০ টাকা। এবার দুইটি ছাগলের ছাপা করতে ২০০ টাকা করে ৪০০ টাকা দিতে হয়েছে।’ এতে করে ৩০০ টাকা সাশ্রই হয়েছে বলে জানান।
হাট মালিক মেহেদী হাসান বলেন, ‘গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে আমরা অতিরিক্ত টাকা নেই না। বরং সাধারণ ক্রেতাদের কথা ভেবে রশিদের মাধ্যমে সরকারের বেধে দেওয়া মূল্যে আমরা গরু ও ছাগল কেনাবেচা করি।’
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১৮ আগষ্ট ২০২৪
০১৭৬৮৬৭০৫৬০
সম্পর্কিত খবর
সর্বশেষ
- চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেটিং অতিষ্ঠ জনজীবন
- নওগাঁয় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
- কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল
- চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ