শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্রসমাজ মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়

দৈনিক দ্বীনের আলোঃ
১৮ আগস্ট, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ | 78
রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্রসমাজ মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়
১৮ আগস্ট, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ | 78

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সব্রগ্রাসী মরন নেশা। এ নেশার কারনে মারাত্মকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ , বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নিতে হলে যুব সমাজকে রক্ষা করতে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী।

মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। মাদক বিরোধী প্রচার প্রচারনার মাধ্যমে নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষার জন্য বাগমারায় জোরালো তৎপরতা চালা‌চ্ছে।

মাদক আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে পরিবার সমাজ দেশকে। আর এখনি সময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এখনি সময় মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিয়ে মাদককে না বলার। এমনসব স্লোগান নিয়ে মাদক প্রতিরোধ বৈষম্যবিরোধী ছাত্রসমাজ উদ্যোগে রোববার সকাল ১০ঃ০০ ঘটিকায় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাদক বিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী মাদককে না বলার মধ্য দিয়ে হাত উঁচু করে সমস্বরে জানান দিয়েছে জীবন একটাই। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেরই। আর তাই সম্ভাবনাময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো মাদকের বিরুদ্ধে মুখে নয়-মন থেকে না বলা ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের সময় এসেছে।

মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।

বক্তারা বলেন, জীবন একটাই। আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করতে হবে। আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে হবে।

error: Content is protected !!