শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

কালাইয়ে বেগম খালেদা জিয়ার জন্ম দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ

দৈনিক দ্বীনের আলোঃ
১৮ আগস্ট, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ | 22
কালাইয়ে বেগম খালেদা জিয়ার জন্ম দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ
১৮ আগস্ট, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ | 22

মো:মিশিকুল মন্ডল, জয়পুরহাট।

জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ আগষ্ট ২০২৪ রবিবার বিকাল ৪ টায় কালাই বাসস্ট্যান্ড চত্তরে জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বিএনপি চেয়ার পার্সন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কালাই থানা ছাত্রদলের আহ্বায়ক এফতাদুল এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সকল বক্তা আওয়ামীলীগ সরকারের অত্যাচার, নির্যাতন, খুন-গুম, ছাত্র জনতাকে গুলি করে হত্যা এবং আয়না ঘরে বন্দিদের করুন চিত্র তুলে ধরে বাংলার মাটিতে অন্যায়কারীদের কঠোর শাস্তির দাবী জানান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

error: Content is protected !!