শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

৭০ হাজার ইয়াবা নিয়ে বাড়ি যাচ্ছিলো মাদকদ্রব্যের এ এস আই আমজাদ

দৈনিক দ্বীনের আলোঃ
১৮ আগস্ট, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ | 31
৭০ হাজার ইয়াবা নিয়ে বাড়ি যাচ্ছিলো মাদকদ্রব্যের এ এস আই আমজাদ
১৮ আগস্ট, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ | 31

কক্সবাজার জেলা প্রতিনিধি, লোকমান ইসলাম রানা

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ পরিদর্শক মো. আমজাদ হোসাইন। বিশেষ শাখা থেকে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু, তার ব্যাগে তল্লাশীর সময় মিলেছে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা।

রোববার (১৮ আগস্ট) রামু থানার ওসি তদন্ত ইমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই মোঃ আমজাদ হোসাইন সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে ৫০ হাজার নগদ টাকা মিলেছে। এবিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশীর সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়

error: Content is protected !!