মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

হাটহাজারীতে নৈরাজ্য প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠায় হেফাজতের সমাবেশ ও গণমিছিল

দৈনিক দ্বীনের আলোঃ
১৫ আগস্ট, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ | 14
হাটহাজারীতে নৈরাজ্য প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠায় হেফাজতের সমাবেশ ও গণমিছিল
১৫ আগস্ট, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ | 14

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি :

আজ ১৫ ই আগস্ট বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে সারাদেশে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় এক গণমিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা স্বৈরাচারী হাসিনার পতনে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করে বিজয় পরবর্তী দেশবাসীকে শান্তি-শৃংখলা রক্ষা ও সকলের মাঝে সম্প্রীতি রক্ষার আহবান জানান।

হিন্দু সহ সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে সকলকে সোচ্চার থাকার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন,বিজয় পরবর্তী আমাদের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর দুটি নির্দেশনা হলো সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা ও অর্জিত স্বাধীনতাকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যম বানানো।এতে কোন ধরনের বাধার সৃষ্টি হলে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেয়া হবে।

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা এমরান সিকদার ও মাওলানা নিজাম সাইয়্যিদ এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মাস্টার আহসান উল্লাহ,মাওলানা হাফেজ আলী আকবর,মাওলানা মাহমুদ হোসাইন,মাওলানা শফিউল আলম,জনাব নূর মোহাম্মদ,মাওলানা কামরুল ইসলাম,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মাওলানা সোহাইল চৌধুরী,জনাব মোরশেদ আলম,মাওলানা হাফেজ আমিনুল হক,মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী,মাওলানা মাসউদুর রহমান চৌধুরী,মাওলানা হাফেজ আবু বকর,মাওলানা আসাদ উল্লাহ,জনাব আবু তাহের রাজিব,মাওলানা ফোরকান আলী,মাওলানা হাফেজ সাইফুল ইসলাম,মোঃ জিয়া প্রমূখ নেতৃবৃন্দ।

error: Content is protected !!