মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

পাইকগাছায় বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
১৫ আগস্ট, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ | 16
পাইকগাছায় বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
১৫ আগস্ট, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ | 16

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী কেন্দ্রীয় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে পৃথক কর্মসূচী পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বাজার চৌরাস্তা মোড়ে পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, বিদ্যুৎ, মেছের আলী সানা, সুজায়েত, বাহারুল ইসলাম, অধীর কুমার মন্ডল, শেখ কামরুল হাসান, আসাদুজ্জামান ময়না, বাবর আলী গোলদার, আজহারুল ইসলাম, নাজির আহমেদ, শামসুজ্জামান জামান, এডভোকেট সুমন আহমেদ, আবু হাসান, শহিদুর রহমান, আবু হুরায়রা বাদশা, নুর আলী, ইবাদুল ইসলাম, মিজানুর রহমান কিনা ও ওবায়দুল্লাহ সরদার।
অপরদিকে কপোতাক্ষ মার্কেট চত্বরে উপজেলা বিএনপির সহ সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ সাদেক হোসেন, আনোয়ারুল কাদীর, মিজান জোয়ার্দার, সাত্তার মোড়ল, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, সাজ্জাদ আহমেদ মানিক, আবুল বাশার বাচ্চু, সাইফুল ইসলাম তারিক, সন্তোষ কুমার গাইন, রাজিব নেওয়াজ, ইউনুস মোল্লা, আমিনুল ইসলাম, এড. ইকরামুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু ইসহাক, ওসমান গনি, আব্দুল হাকিম, আবু হানিফ, ইসরাফিল, আমিনুর সরদার ও যজ্ঞেশ্বর সানা কাত্তিক, সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে পৌর সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে কোর্ট রাস্তা মোড়ে পথসভা করা হয়।

error: Content is protected !!