রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
১২ আগস্ট, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ | 28
নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
১২ আগস্ট, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ | 28

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মাল নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াতি ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী এতে সভাপতিত্ব করেন। সাম্প্রতিক সময়ের নৈরাজ্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা মন্দির ভাংচুর অগ্নি সংযোগ লুটপাটের ঘটনা তুলে ধরে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, গোপাল চন্দ্র অধিকারী, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া। তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উলেস্নখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন। জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক সাবেক আমির শহীদুল ইসলাম ফারম্নক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আক্কাস, মহির উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরম্নল হক মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরম্নত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো শুধু অমুসলিমদের উপর নয়, বরং মুসলিমদের উপরও ঘটেছে। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি বলেন,রাজনীতির চেয়ে সমাজনীতি আজ বড় করে দেখতে হবে। সমাজে আমরা সবাই এক হয়ে একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।
নওগাঁ।