মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

যশোরে জেলা প্রশাসনের আয়োজনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি পথযাত্রা

দৈনিক দ্বীনের আলোঃ
৯ আগস্ট, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ | 18
যশোরে জেলা প্রশাসনের আয়োজনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি পথযাত্রা
৯ আগস্ট, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ | 18

হৃদয় হাসান (স্টাফ রিপোর্টার)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর পুলিশ নিরাপত্তাহীনতায় থাকায় কর্ম বিরতিতে গেলে সারাদেশে অগ্নি-সংযোগ, হামলা,ডাকাতি, নৈরাজ্য বেড়ে চলেছে। সেজন্য সারা দেশের ন্যায় যশোরেও শান্তি-শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফেরাতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সম্প্রীতি র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যশোরবাসী করতালি দিয়ে এই উদ্যোগকে অভিনন্দন জানান।

জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার বলেন, অক্সিজেন দরকার আছে আমাদের এটা আমরা বুঝতে পারি না যখন বাতাসটা বন্ধ হয়ে যাবে তখন অক্সিজেনটা আমাদের যে কত প্রয়োজনীয় সেটা আমারা বুঝতে পারি।আমরা পুলিশিং এর ভিতর ছিলাম বলে পুলিশিং এত কাজের জিনিস বুঝতে পারেনি পুলিশ আমাদের স্বস্তির জায়গা। গত ৩ দিন ধরে পুলিশের ব্যবস্থাটা নাই সুতরাং নিজেদের সচেতন হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে।

error: Content is protected !!