মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের দায়িত্বে আনসার সদস্যরা

দৈনিক দ্বীনের আলোঃ
৮ আগস্ট, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ | 21
চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের দায়িত্বে আনসার সদস্যরা
৮ আগস্ট, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ | 21

মোঃ এনামুল হক (চাঁপাইনবাবগঞ্জে)

সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতে যাচ্ছেন না। এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়কে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।

বুহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কে কাজ করছেন আনসার সদস্য সাধারণ শিক্ষার্থীরা। আনসার সদস্যের সাথে শিক্ষার্থীরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।
জেলার প্রানখ্যাত শান্তি মোড়, বিশ্বরোড মোড়, আমনুরা জংশন সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন আনসার সদস্যরা । তাদের নির্দেশনায় সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না হয় এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরাও । একই সাথে জেলার বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের ।

আনসার সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে তাই জেলা কমান্ড্যার্ন্ট শরিফুল ইসলামের নির্দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগন্জ আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুল ইসলাম জানান, জেলার ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে শহরের ৫টি উপজেলায় ৬০ জন আনসার ভিডিপি সদস্য এবং ১২ জন ব্যাটালিয়ন আনসার শুধুমাত্র শহরে ট্রাফিক ডিউটির কাজ করছে। এছাড়াও নিজ এলাকার বিশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর রোধে আনসার ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

error: Content is protected !!