শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বদলীয় বৈঠক 

দৈনিক দ্বীনের আলোঃ
৮ আগস্ট, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 113
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বদলীয় বৈঠক 
৮ আগস্ট, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 113

মোঃ দুলাল আলী,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দেশের চলমান পরিস্থিতিতে আইন- শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর ডাকবাংলো চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। স্বাগত বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এনায়েত করিম তোকি, তারেক আহমেদ, জামায়াত নেতা মিজানুর রহমান, শাহআলম, তরিকুল ইসলাম বকুল,সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ সহ অন্যরা।এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুজাউদ্দৌলা, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান একেএম মাসুম, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ রহনপুর পৌরসভার কাউন্সিলর,ইউপি সদস্য, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হকও রফিক খানসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।সভায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাইকিং ও  উপজেলার সর্বত্র সর্বদলীয়  মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, শুক্রবার সকালে সর্বদলীয় মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় এ বিষয়ে জনসংযোগ করবেন বলে সভায় জানানো হয়।

error: Content is protected !!