শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইলিশা নদীর হুমকির মুখে মেহেন্দিগঞ্জ উপজেলা

দৈনিক দ্বীনের আলোঃ
২ আগস্ট, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ণ | 49
ইলিশা নদীর হুমকির মুখে মেহেন্দিগঞ্জ উপজেলা
২ আগস্ট, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ণ | 49

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মিঠুন চন্দ্র দাস

ইলিশা নদীর ছোবলে হারিয়ে যাচ্ছে এইভাবে মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের ঐতিহ্যবাহী মাতাব্বার বাড়ি। মেহেন্দিগঞ্জ পৌরসভার থেকে মেঘনা নদীর শাখা ইলিশা নদী এক কিলোমিটার দূরত্ব। এভাবে ভাঙ্গতে থাকলে মেহেন্দিগঞ্জ পৌরসভা রয়েছে হুমকির মুখে। আর ২/৪ দিন এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে পৌরসভার কালিকাপুর, চুনা গোবিন্দপুর, খরকি,রুকুন্দি গ্রামটি কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যাবে পৌরসভার মানচিত্র থেকে। এলাকার লালমিয়ার হাট থেকে পৌরসভার দুরত্ব এক কিলেমিটার, এই বাজারটি ভাঙ্গলে মেহেন্দিগঞ্জ সদর বন্দর, উপজেলা পরিষদ সব বিলিন হয়ে যাবে। এলাকাবাসীর দাবি এখনই যদি ব্যাবস্থা গ্রহন না করেন তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে মেহেন্দিগঞ্জ উপজেলা৷
এই বিষয়ে ভুক্তভোগীদের সাথে আলাপকালে তারা বলেন, নদী ভাঙ্গনে আমাদের সব হারিয়ে ফেলেছি এখন আমাদের থাকার মত কোন জায়গা নেই। এসময় তারা পরিবার নিয়ে বসবাসের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের নিকট আশ্রয়স্থলের দাবী জানান।

error: Content is protected !!