মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

আত্রাইয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

দৈনিক দ্বীনের আলোঃ
৩১ জুলাই, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ | 55
আত্রাইয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
৩১ জুলাই, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ | 55

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদত বার্ষিকী পালনের লক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা হয়েছে। একইসাথে ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৫ তম জন্ম বার্ষিকী এবং ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজির এর ৯৪ তম জন্ম বার্ষিকীর প্রস্তুতি সভা হয়।

মঙ্গলবার ৩০ জুলাই ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ওসি জহুরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, নাজমুল হক নাদিম, স¤্রাট হোসেন, তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা কৃষি ঋণ, সন্ত্রাস ও নাসকতা এবং আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নওগাঁ-নাটোর সড়কের আত্রাই সেতুর দক্ষিন ধারে অবৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছে বলে সভায় উপস্থাপন করেন। সেইসাথে ঘরগুলো নির্মাণ করা হলে সেখানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাবে মর্মে উল্লেখ করেন।

এছাড়া আত্রাই রেল স্টেশনের পরিত্যাক্ত ভবনগুলোতে মাদকের আখরা গড়ে উঠেছে জানিয়ে ঘরগুলো ভেঙ্গে ফেলার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বলা হয়।

আল আমিন মিলন

আত্রাই, নওগাঁ।

মোবাইল ০১৭১৭৮৫৩৯৯০