শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোটা আন্দোলনকারীদের সহযোগিতার অভিযোগ

দৈনিক দ্বীনের আলোঃ
৩১ জুলাই, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ | 62
রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোটা আন্দোলনকারীদের সহযোগিতার অভিযোগ
৩১ জুলাই, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ | 62

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রৌমারীতে কোটা আন্দোলনকারীদের আর্থিক সহযোগিতার অভিযোগ উঠেছে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশকে তিনি টাকা দিয়ে সহিংস আন্দোলনের উস্কানি দিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তেমন ঘটনা ঘটাতে পারে নি তারা।

মাসুদ রানা নামের একজন জানান, ঢাকায় আন্দোলনের শুরুর দিন আমাদের একটি অংশের কিছু শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী তার খালেকেরকুড়াস্থ চাতালে ডেকে নেন। সেখানে প্রতিমন্ত্রীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। তিনি আমাদের নির্দেশ দেন বিক্ষোভ মিছিলের একপর্যায়ে উপজেলা মোড়ের কাছাকাছি সুবিধামত জায়গায় টায়ারে আগুন দিতে হবে। টায়ার ম্যানেজ করার দায়িত্ব দেয়া হয় পাশে বসে থাকা একজনকে। তাকে আমরা চিনি না। ওই ব্যক্তি পুরোনো টায়ার সংগ্রহ করে দিয়েছিলেন আমাদের। তবে পুলিশের ব্যাপক তৎপরতায় আমরা টায়ারে আগুন দেয়ার সুযোগ পাইনি।

জুয়েল নামের আরেকজন জানান, প্রতিমন্ত্রী আমাকে আড়ালে ডেকে ৫ হাজার টাকা দেন ও বলেন, আমাকের মার্কেটের সামনে একটি পুরোনো মোটারসাইকেল রাখা আছে সেটাতে আগুন দিতে হবে তোমাকে। আমি টাকা নিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে অভয় দিয়ে বলেন, তোমার বিরুদ্ধে কোনো পুলিশী ঝামেলা হবে না, ওটা আমি দেখবো। কিন্তু আমি সেটা করতে সাহস পাইনি।

এমন সহিংস বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী মহল, রাজনৈতিক মহল ও প্রশাসনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা গেছে। তবে প্রতিমন্ত্রী জাকির হোসেন এসকল বিষয় অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য গুজব ছড়ানো হচ্ছে।